Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আমার পৃথিবী
ডাউনলোড

মা আজ আমার জন্মদিন।আজ আমি ২২ বছরে পা দিয়েছি মা। জন্মদিনে মা সবাই কতকিছু করে, আনন্দ করে, বন্ধুদের খাওয়ায় আরও কত কি...। কিন্তু এসব কিছুই তো সম্ভব হতনা যদিনা তুমি থাকতে। তাই মা ভাবলাম তোকে একটু স্মরণ করি। তোর জন্য একটু চোখের জল ফেলি, তোর জন্য একটু সময় দেই, তোকে নিয়ে একটু ভাবি। ভাবতে ভাবতে তোকে নিয়ে একটা কবিতাও লিখে ফেলেছি আমি। কারন তুই যে ********আমার পৃথিবী*********

জন্মদাত্রী মা তুমি আমায় ভালবেসে,
জন্ম দিয়েছ মা তুমি আজ এই দিবসে।
সেই দিনের সেই ছোট্ট শিশু আজ এই দিবসে,
শৈশব কৈশোর পার করে মা,
পা দিয়েছে রঙিন বয়সে।
যা চেয়েছি যখন চেয়েছি না বলনি তুমি।
জানি নাগো মা কেমন করে,
আবদারগুলো পূরণ কর তুমি।
মাঝে মাঝে মাগো তুমি যখন রেগে যেতে,
নিজ হাতে মা খাইয়ে দিয়ে রাগটি ভাঙ্গাতে।
পড়তে বসে ফাঁকি দিয়ে যখন বাইরে যেতাম,
সব সময়ই মা তোমার হাতে ধরা খেয়ে যেতাম।
মাছ খাবনা, দুধ খাবনা এসব তুমি জান,
তারপরও মা বাবার সামনে বসলে খেতে এসব তুমি আনো।
গভীর রাতে পড়তে বসে যখন ঝিমোতাম,
তোর হাতের চা খেয়ে মা-
আবার সতেজ হতাম।
এইভাবে মা পার করেছি ১৮টি বছর,
এরপরই মা ত্যাগ করেছি তোর ছায়াতল।
মাগো তুই রাগ করিস না-
আমি দূরে বলে।
আর মাত্র দুটি বছর-
আসতে আমি ফিরে।
যে কারনেই মা আমি আজ এত দূরে,
সে উদ্দেশটা পূরণ হলেই-
ফিরব মা তোর ঘরে।