মাসিক সভার সিদ্ধান্ত সমূহ
মাসিক সভার সিদ্ধান্ত সুমুহ
মাসিক সভার সিদ্ধান্ত সুমুহ রিজুলেশন করে উপজেলা নির্বাহী অফিসারের নিকট পাঠানো হয় এবং তা প্রকল্পের মাধ্যমে সভার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়। এই সভা কার্মক্রম উপস্থত থাকেন জনাব, মোঃ হবিবর রহমান চেয়ারম্যান, সচিব, মোঃ মনোহর আলী, মহিলা সদ্যস সবিতা মিত্র, মোছাঃ লিপিয়া খাতুন, মোছাঃ জোসনা খাতুন, সদ্যস পঙ্কজা কান্তি বিশ্বাস, দেব প্রসাদ বিশ্বাস, মোঃ নাসির উদ্দিন বিশ্বাস, মোঃ মুন্নাফ সরদার, মোঃ আকামদ্দিন সেখ, মোঃ শামিম রেজা, মোঃ নজরুল ইসলাম, শিশির সরকার , মজিজর রহমান মজিদ এবং আন্যন সদ্যস থাকেন।