Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

                                                                                                                                       সিটিজেন চার্টার

                                                                                                                                    

সেবার নাম

সেবার ধরন ও বিবরণ

সেবা প্রদানে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারী

১।

নামজারী ও জমা খারিজ

আবেদন প্রাপ্তির পর যথাযথ তদন্ত পুর্বক পক্ষগনকে শুনানী অন্তে স্বত্ব দখল বিবেচনায় কোন আপত্তি না থাকলে ২৫ (পঁচিশ) কর্ম দিবসের মধ্যে নামজারী ও জমাখারিজ             অনুমোদন।

           

নামজারী ও জমাখারিজের ফিস

           

ক) আবেদন বাবদ কোর্ট ফি-      ৫/-           

খ) নোটিশজারী ফি-                ২/- টাকা (অনধিক চার জনের জন্য)      

চার জনের অধিক প্রতিজনের জন্য ০.৫০ টাকা।   

গ) রেকর্ড সংশোধন ফি-           ২০০/- টাকা     

ঘ) প্রতিকপি মিউটেশন খতিয়ান ফি- ৪৩/- টাকা  

সর্বমোট= ২৫০/- টাকাসহ ৪ (চার) জনের অধিক হলে

নোটিশজারী ফিস আরো প্রতিজনের জন্য ০.৫০ টাকা।

সহকারী কমিশনার (ভূমি)

           


২।

বিবিধ মোকদ্দমা

সহকারী কমিশনার (ভূমি) স্বেচ্ছায় বা স্বার্থ সংশ্লিষ্ট কোন পক্ষের আবেদনের প্রেক্ষিতে নামজারী/জমাভাগের আদেশ পুন:বিবেচনা বা পুন:বিচার এর মাধ্যমে ১৯৫০ সনের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ১৫০ ধারার ক্ষমতাবলে আদেশ পরিবর্তন ও সংশোধন করা হয়।

সহকারী কমিশনার (ভূমি)

           

৩।

ভূমি উন্নয়ন কর

ভূমি মালিককগন স্বেচ্ছায় অথবা সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তার তাগিদের ভিত্তিতে ভূমি উন্নয়ন কর আদায়ের দাখিলা প্রদান।

ভূমি সহকারী কর্মকর্তা।

৪।

অর্পিত সম্পত্তি বন্দোবসত্ম নবায়ন

যথাযথ তদন্ত সাপেক্ষে সঠিক পাওয়া গেলে নবায়নের জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট সুপারিশসহ প্রেরণ এবং অনুমোদন। অনুমোদনের পর ডি.সি.আর  প্রদান।

উপজেলা নির্বাহী অফিসার

সহকারী কমিশনার (ভূমি)

৫।

শ্রেণী পরিবর্তন

আবেদন প্রাপ্তির পর যথাযথ তদন্ত পূর্বক উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ।

সহকারী কমিশনার (ভূমি)

ভূমি সহকারী কর্মকর্তা।

৬।

কৃষি খাস জমি বন্দোবসত্ম প্রদান

ভূমিহীন কর্তৃক ছবিসহ জেলা প্রশাসক/ উপজেলা নির্বাহী অফিসারের নিকট ৫/- টাকা কোর্ট ফি সহ আবেদন করলে যথাযথ তদন্ত পূর্বক উপজেলা কৃষি খাস জমি বন্দোবসত্ম ও ব্যবস্থাপনা কমিটি কর্তৃক যাচাই বাছাই করে বন্দোবস্তের জন্য জেলা প্রশাসকের নিকট প্রেরণ।

সহকারী কমিশনার (ভূমি)

কানুনগো, সার্ভেয়ার, 

ভূমি সহকারী কর্মকর্তা।

৭।

অকৃষি খাস জমি বন্দোবসত্ম প্রদান

জেলা প্রশাসক, কুষ্টিয়া এর নিকট ৫/- টাকার কোর্ট ফি সহ আবেদন করলে যথাযথ তদন্ত পুর্বক বিধি মোতাবেক জেলা প্রশাসকের নিকট প্রস্তাব প্রেরণ।

সহকারী কমিশনার (ভূমি)

কানুনগো, সার্ভেয়ার,

ভূমি সহকারী কর্মকর্তা।





৮।

হাট-বাজারের একসনা ভিত্তিক লাইসেন্স প্রদান

প্রকৃত ব্যবসায়ী হাট-বাজারের একসনা ভিত্তিক লাইসেন্স/লাইসেন্স নবায়নের জন্য আবেদন করলে যথাযথ তদন্ত পূর্বক বিধি মতে লাইসেন্স প্রদান।

সহকারী কমিশনার (ভূমি)

কানুনগো, সার্ভেয়ার,     

ভূমি সহকারী কর্মকর্তা।

৯।

সায়রাত মহাল ইজারা প্রদান

হাট-বাজার, জলমহাল, বালু মহাল টেন্ডারের মাধ্যমে ইজারা প্রদান।

উপজেলা নির্বাহী অফিসার

সহকারী কমিশনার (ভূমি)

১০।

গুচ্ছগ্রাম/আদর্শ গ্রাম প্রকল্প।

গুচ্ছগ্রাম/আদর্শ গ্রাম প্রকল্পে ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা হয় এবং আর্থ-সামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন ট্রেডে ঋণ প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার

সহকারী কমিশনার (ভূমি)

১১।

আবাসন/আশ্রয়ন প্রকল্প

আবাসন/আশ্রয়ন প্রকল্পে ব্যারাক হাউস নির্মাণ করে ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা হয় এবং আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে প্রশিক্ষন এবং ঋণ প্রদান  করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার,   সহকারী কমিশনার (ভূমি)