Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে জানিপুর ইউনিয়ন

এক নজরে জানিপুর ইউনিয়ন তথ্য : কালের স্বাক্ষী পূর্বাতন নাম নদীয়া জেলা, বর্তমান নাম কুষ্টিয়া জেলার অধীনে খোকসা থানার জানিপুর ইউনিয়ন সু-পরিচিত একটি নাম জানিপুর ইউনিয়ন পরিষদ । কাল পরিক্রমায় আজ জানিপুর ইউনিয়ন শিক্ষা, সাহিত্য ,সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান , গ্রাম্য খেলাধুলা যেমন, লাঠি খেলা ,হা-ডু-ডু খেলা, গাদন খেলা, সবার প্রিয় ফুলবল, আন্তর্জাতিক খেলা ক্রিকেট আরো অন্যান্য খেলা ধুলা সব মিলে এক প্রাকৃতিক সন্দরয্য মনোরম পরিবেশ জানিপুর ইউনিয়ন পরিষদ । এক নজরে জানিপুর ইউনিয়ন পরিষদ।                                

ইউনিয়ন গ্রামের সংখ্যা                        ১৬টি      

ইউনিয়ন এলাকার মৌজার সংখ্যা          ১০টি

ইউনিয়ন এলাকার জন সংখ্যা                ১৪,৩৮৫ জন

ইউনিয়ন এলাকার ভোটার সংখ্যা           ৮,৯৯০ জন 

পুরুষ ৪,৪৮৮ ও মহিলা ৪,৫০২ জন

ইউনিয়ন ওয়াড সংখ্যা                         ০৯টি

০১ (ক)কমলাপুর কুটি পাড়া (খ)কমলাপুর হাওর নদী পাড়া (গ)নারায়নপুর (ঘ)খাগড়বাড়ীয়া(১১৯৪)

০২ (ক)ঈশ্বরদী (খ) ইচলাট (গ) নিলাট (ঘ) জোতমানিকাট(৯৫২)

০৩ (ক) একতারপুর পুবপাড়া(১৩৭৯)

০৪ (ক) একতারপুর দক্ষিনপাড়া(১২৭৮)

০৫ (ক)একতারপুর দক্ষিনপাড়া(৭৮৭)

০৬ (ক) বহরমপুর(৮৪৩)

০৭ (ক)চরবিহাড়ীয়া (খ)মাছুয়াঘাটা(৭৩৬)

০৮ (ক) নাগরপাড়া বিহাড়ীয়া (খ) চরদশ কাহনীয়া (গ) দশকাহনীয়া(৮২৮)

০৯ (ক) শেখপাড়া বিহাড়ীয়া(৯৯৩)

ইউনিয়ন সীমানা -

ইউনিয়নের আয়তন ১৩.৬৭ বগকিলোমিটার।

ইউনিয়নের জন সংখ্যা ৯,৩৮৫ জন।

কৃষি বিষয়ক

(ক)মোট জমির পরিমান ১৩৬৭ হেক্টর।

(খ) আবাদী জমি ১০৮৩ হেক্টর

(গ) জলাশয় ৩৫ হেক্টর।

(ঘ) বসতবাড়ী ১৭৪ হেক্টর।

(ঙ) ফলজ বাগান ৪৫ হেক্টর।